ক্ষেতলালে বাল্যবিবাহ প্রতিরোধে ‘স্বপ্ন সারথী’ দল গঠন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম

ছবি: ভোরের কাগজ

বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমসূচি (সেলপ) এর উদ্যোগে সোমবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল মহল্লার চারমাথা মোড়ে ১৩-১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে কাকলীকে আহ্বায়ক এবং শামীমা ও মাসুদাকে সহ-আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট 'স্বপ্ন সারথী' দল গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ব্র্যাক জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক ক্ষেতলাল এলাকা ব্যবস্থাপক (দাবি), এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচী) মাসুদুর রহমান।
এ সময় ক্ষেতলাল ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবি) ইয়ারুন নাহার জেনেভা ও 'স্বপ্ন সারথী' দলের অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।