প্রথমবার ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত সবাই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১০:৫১ এএম

ছবি: ভোরের কাগজ
প্রথমবারের মতো রাজশাহীতে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে আশঙ্কা করা হচ্ছিল ইভিএমে কিভাবে ভোট দিতে হয়, সেই ধারণা না থাকায়, রাজশাহীর ভোটাররা বিড়ম্বনায় পড়বেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ইভিএমের সমালোচনা করে আসছিলেন। কিন্তু ভোট কেন্দ্রে দেখা গেছে ভিন্ন চিত্র। ইভিএমে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সবাই।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোট কেন্দ্রে ভোট দেন শাপলা আক্তার নামে এক গৃহিনী। ভোট দেয়ার পর হাসিমুখে বের হতে দেখা যায় তাকে। প্রতিবেশীদের বলছেন, ভয় পায়েন না কেউ। আমিও পেরেছি, আপনারাও পারবেন।
জানতে চাইলে শাপলা আক্তার ভোরের কাগজকে বলেন, মনে সংশয় ছিলো পারবো কিনা। কিন্তু একদমই সহজ কাজ। ডিজিটালি ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।
মোছা. ডেজি বেগম ভোরের কাগজকে বলেন, ইভিএমে ভোট দিতে পেরে, আমরা সবাই খুশি।