বেলা বাড়ছে, ভোটার বাড়ছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১১:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
গত এক সপ্তাহ ধরে বৃষ্টিতে নাকাল ছিল সিলেটবাসী। আজ বুধবার (২১ জুন) ভোটের দিনে আবহাওয়া একটু রঙ বদল করেছে। বৃষ্টিহীন সকালে ভোট দিতে আসা শুরু করেছেন ভোটাররা।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল আটটার দিকে যেখানে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম, প্রতিটি বুথে তিন চার জন, বেলা সাড়ে দশটার দিকে প্রতিটি বুথে ১৫/২০ জনের লাইন।
স্কলার্স হোমে ভোট দিতে আসা জাহেরা বেগম বলেন, ইভিএমে ভোট খুব ভালো। সকাল সকাল ভোট দিতে এলাম, পরে যদি বৃষ্টি নামে, তখন মুশকিল হয়ে যাবে।
সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ব্যবসায়ী আফজালুর করিম বলেন, ভোট দিতে পেরে শান্তি লাগছে। বেলা বাড়লে আরো লোকজন আসবে।
কেন্দ্রের নাম সাইনি স্টেপস স্কুল। বেলা ১১টায় ভোট কাস্ট হয়েছে ৬০০। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৬০০।