স্মার্ট গ্রিন ক্লিন সিটি গড়ার অঙ্গীকার আনোয়ারুজ্জামানের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৯:২৮ পিএম

বুধবার সিলেট সিটি নির্বাচনে জয়ের পর সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: ভোরের কাগজ
স্মার্ট গ্রিন ক্লিন সিটি গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সিলেটর নব নির্বাচিত নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সবাই আমাকে আস্থায় নিয়েছেন এজন্য ধন্যবাদ। সারথী হিসেবে মানুষের কাজ করব। জীবন দিয়ে হলেও মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবো।
বিপুল ভোটে বিজয়ী করার জন্য সিলেট নগরবাসীকে কৃতজ্ঞতা জানান তিনি। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এ জয় আওয়ামী লীগকে উৎসর্গ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
নগরীর মীর্জাজাঙ্গালে নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল প্রমুখ।