কুমিল্লা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১১:৩৩ পিএম

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের নির্দেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ পার্থ সারথি দত্ত ও এমএ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদার ও আশিকুন নবী বাপ্পি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এবিএম খোরশেদ আলম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যক্ষ শহীদুল্লাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মনোয়ারা বেগম সাকি, শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুর রহমান মুন্সি ফারুক, জেলা যুবলীগের সদস্য বঙ্গবাসী আবাদ প্রমুখ।