টিকটক করতে নদীতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১১:০০ পিএম

ফাইল ছবি
জামালপুরে যমুনা নদীতে টিকটক করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকার ফুটানি বাজার যমুনা নৌঘাটে টিকটক করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থী দেওয়ানগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের চিকাজানী এলাকার মো. হিরুর ছেলে। চলতি বছর জামালপুর জেলা স্কুল এসএসসি পরীক্ষা দিয়েছে সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নৌ-ঘাটের যমুনা নদীতে তিন বন্ধু মিলে নেমে টিকটক ভিডিও করতে থাকে। এর একপর্যায়ে স্রোতে তিনজনই নদীতে ডুবে যায়। এর মধ্যে দুই বন্ধু তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হয় আপন। এরপর স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ওই স্কুলছাত্রের খোঁজ মেলেনি। অভিযান অব্যাহত রয়েছে।