আলফাডাঙ্গায় ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৯:০৩ এএম

ছবি: ভোরের কাগজ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেয়া হয়েছে।
এ কর্মসূচি সফল করতে শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে পৌরসভা কার্যালয়ে অসহায় মানুষের ন্যায্য অধিকার সঠিক উপায়ে কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন পৌর পিতা মো. আলী আকসাদ ঝন্টু।
এ সময় মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, পৌরসভার কোন অসহায় মানুষ এ ঈদ উপহার সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হবেন না। তিনি বলেন, ধনী গরিব আমার কাছে ভেদাভেদ নেই। তিনি বলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে আলফাডাঙ্গা পৌরসভায় ৩ হাজার ৮১টি কার্ড দেয়া হবে। প্রতিটি কার্ডের জন্য ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ জন্য মোট ৩০.৮১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, প্যানেল মেয়র ইউসুফ মুন্সী, কাউন্সিলয়সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।