৬ দিনের ছুটিতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০২:২১ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। তবে এসময় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোকরান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৩ জুলাই থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া জানান, ছয়দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যা সহ সাতটি পাহাড়ি রাজ্যে ( সেভেন সিস্টার নামে খ্যাত) অর্ধশতাধিক জাতের পণ রপ্তানি করা হয়।