ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আগুন: একজনের মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০২:৪৬ পিএম

ফাইল ছবি
ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ জুলাই) দুপুর দুইটার দিকে জাহাজের ইঞ্জিনরুম থেকে আব্দুস সালাম হৃদয় নামের এক গ্রিজারম্যানের মরদেহ উদ্ধার করে ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ড। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন চারজন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ডের অফিসার লেফট্যানেন্ট সাফায়েত। তিনি জানান, দুপুরে জাহাজের ইঞ্জিনরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটিতে ১৫ লাখ লিটার জ্বালানি তেল ছিল। তবে অগ্নিকাণ্ডে তেলের কোনো ক্ষতি হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাজটি শহরের সুগন্ধা নদীর পাড়ে পেট্রোল ও ডিজেল নিয়ে খালাসের অপেক্ষায় থাকে। নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন ধরে যায়। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ ৯ কর্মচারী ছিলেন। এরমধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।