অসুখের যন্ত্রণা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম

পাটকেলঘাটা থানা। ছবি: সংগৃহীত
অসুখের যন্ত্রণা সইতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল আহাদ সরদার (৭৫) নামে এক বৃদ্ধ।
সোমবার (৩ জুলাই) সকালে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের মৃত নওয়াব সরদারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর ছবুর বলেন, আহাদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগতেছিলেন। অসুখের যন্ত্রণা সইতে না পেরে ভোর পৌনে পাঁচটার দিকে বাড়ির পাশে একটি সবেদা গাছে গলায় রশি ঝুলিয়ে আত্মহননের ঘটনা ঘটায় সে। পরে স্থানীয়রা বিষয়টি জানালে ঘটানাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।