রায়গঞ্জে ১৭৪০ পি ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১২:৩১ পিএম

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৭৪০ পিস ইয়াবাসহ মোছাঃ রিনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার সন্ধ্যা ৭ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন গ্রাম পাঙ্গাসী কবরস্থান এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৪০ পিচ ইয়াবাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়/বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং ৪৪০০ টাকা জব্দ করেছে।

র্যাব আরো জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটক মাদক ব্যবসায়ী হলেন, সিরাজগঞ্জ জেলার সদর থানার পুরান শৈলাবাড়ী গ্রামের, মোঃ ইনসাফ আলীর স্ত্রী মোছাঃ রিনা বেগম (৪৫)।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২'র সিপিএসসি কোম্পানি কমান্ডার, মোঃ আবুল হাসেম সবুজ।