কাপ্তাই উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভা সম্পন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১১:৪২ এএম

ছবি: ভোরের কাগজ
কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিমিটেড কার্যালয়ে গতকাল বিকেলে ইমন মজুমদারের সঞ্চালনায়, মোহামুদুর রহমানের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার একসভা অনুষ্ঠিত হয়।
সভায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন কমিটির বক্তারা বলেন, সদস্য সংখ্যা বাড়ানো, এই সংস্থায় থাকছে সবার স্বাধীনতা, থাকছে হাসি-কান্না জড়িত সবার হৃদয়ের কথা। সবাইকে আনন্দে মেতে রাখাটাই এই কমিটির উদ্দেশ্য, দেশ ও জনগণের শান্তি রক্ষার জন্য সত্য ও সততার সাথে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এখানে সবার স্বাধীনতা দেয়া হয়েছে। প্রতিজন সদস্যের অগ্রাধিকার দেয়া হয়েছে বিধায় সবাই ইচ্ছে অনুযায়ী তার মন্তব্য প্রকাশ করতে পারেন। তবে সবাইকে খেয়াল রাখতে হবে বিরূপ কোন মন্তব্য যেন না হয়। সবার সার্বিক সহযোগিতা পেলে এগিয়ে যাবে আমাদের এই আদর্শ ও উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করতে দেশের মানুষের অধিকার সম্পর্কে তুলে ধরা।আশা করি আপনাদের মাধ্যমে এগিয়ে যাবে মহৎ কার্যক্রমটি। সবাই উপরোক্ত বিষয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ মোহাম্মদুর রহমান সভাপতি মো. ঈমান আলী সিনিয়র সহ সভাপতি মো. ইউনুছ সহ সভাপতি ইমন মজুমদার সাধারণ সম্পাদক পরিতোষ দাশ টিটন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (রুবেল) সাংগঠনিক সম্পাদক আবু তাহের (মেম্বার) অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর ইসলাম প্রচার সম্পাদক মো. জয়নাল আবেদীন দপ্তর সম্পাদক দিপা ত্রিপুরা লিমা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক সহ-মহিলা বিষয়ক সম্পাদক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার মোঃ জামাল উদ্দিন পরিবেশ বিষয়ক সম্পাদক আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জুয়েল ।