কাউখালীতে খালে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম

ছবি: ভোরের কাগজ
পিরোজপুরের কাউখালীতে বুধবার ( ১২ জুলাই) দুপুরে খালে গোসল করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে ।
সে কাউখালী গারতা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র । তার নাম ওবায়দুল্লাহ (১৪)। সে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের মাওলানা মামুনুর রশীদ ওরফে জাকিরের ছেলে।
এ ব্যাপারে গারতা হাফিজি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান জানান, বুধবার দুপুরে আনুমানিক বারোটার দিকে মাদ্রাসার ১০-১২ জন ছাত্র গারতা খালে গোসল করতে যায়। তিনি আরো জানান, নিখোঁজ ছাত্র ওবায়দুল ৪/৫টি ডুব দেওয়ার পর সে নিখোঁজ রয়েছে। তার ভাই সিফাত উল্লাহ জানান, সে সাঁতার জানত । ঘটনাস্থলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর ২টায় নিখোঁজ বাচ্চাটির লাশ উদ্ধার করেছে।