মেহেরপুরে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম

ছবি: ভোরের কাগজ
প্রধানমন্ত্রী ও দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতি করণে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকেল পাঁচটায় শহরের ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ। প্রধান অতিথির বক্তব্যে সোহাগ বলেন বলেন, স্বাধিনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাই। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে যুবলীগ বদ্ধ পরিকর। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর সপ্নের সারথি হয়ে কাজ করবে যুবলীগ।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ন কবির, রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলার যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।
এসময় মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজিজুর রহমান সাজু, ইউনুস আলী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সুইট, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন মন্টু, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুইট, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন মিরনসহ বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।