নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১১:০৪ এএম


ছবি-সংগৃহীত
ঝালকাঠিতে স্মৃতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় নিহত বেড়ে ১৭ জনে দাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২২ জুলাই) সকাল ৯টার পর ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ১৭ জনের মৃত্যু হয়েছে।
ঝালকাঠি সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরোফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এই পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, বাসটি ভান্ডারিয়া থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলো। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।