×

সারাদেশ

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৯:১৬ পিএম

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

রবিবার পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে কেশবপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মী সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। ছবি: ভোরের কাগজ

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

রবিবার পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে কেশবপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মী সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। ছবি: ভোরের কাগজ

   

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, তত্ত্বাবধায়ক নয়, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী নয়। তারা আগের মতো পিছনের দরজা দিয়ে বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় আসতে চায়। যা বাংলার মাটিতে আর হবে না। বিশ্বের সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই সব বিদেশি শক্তি এখনো সোচ্চার রয়েছে। ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দিতে চায়। কারো প্রেসক্রিপশনে এদেশে আর নির্বাচন হবে না। সংবিধানই আমাদের বিধান। সেই বিধান অনুযায়ী নির্বাচন হবে।

রবিবার (২২ জুলাই) পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে কেশবপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি মোসা. লিপি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অপরাপর বক্তার মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সানজিন কবির নিশাত প্রমুখ।

আ স ম ফিরোজ বলেন, শেখ হাসিনা নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীদের স্বাবলম্বী করতে এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা দেশ ও দেশের জনগণকে বিশ্বে মাথা উচুঁ করে দাড় করিয়েছেন। কিন্তু স্বাধীনতার সময় যারা আমাদের বিপক্ষে ছিলেন, তাদের সহায়তায় বিএনপি-জামায়াত (জোট) আবার ষড়যন্ত্র শুরু করেছে। ঐক্যবদ্ধভাবে তাদের ওই ষরযন্ত্র মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।

বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তবে বাংলাদেশ আবার নৈরাজ্যের দেশ হয়ে যাবে। আমরা এবং ওই অবস্থায় ফিরে যেতে চাইনা। শেখ হাসিনার নেতৃতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মো. ইব্রাহিম ফারুক, কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান টিটু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App