×

সারাদেশ

হৃদয়ে আলফাডাঙ্গার পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ ওসিকে সম্মাননা প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১১:২২ এএম

হৃদয়ে আলফাডাঙ্গার পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ ওসিকে সম্মাননা প্রদান

ছবি: ভোরের কাগজ

   

হৃদয়ে আলফাডাঙ্গার পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ ওসি আবু তাহেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী হৃদয়ে আলফাডাঙ্গা' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়াতে এ সম্মাননা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় থানা কার্যালয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

এ সময় , হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, সাজ্জাদ বিন জামান, হাসিবুল হাসান শামিম ও ফেরদৌস খান উপস্থিত ছিলেন।

সংবর্ধনা প্রদানের বিষয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সিনিয়র সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল ও মনিরুল ইসলাম ভোরের কাগজকে জানান, ‘ভালো কাজের স্বীকৃতি দেওয়া মানে অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়া। সেই কথা বিবেচনা করেই আলফাডাঙ্গা থানার ওসি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের ভোরের কাগজকে বলেন, নিজের ভালো কাজের স্বীকৃতি যদি কোন সংগঠন জানায় তা হলো পরম পাওয়া। এ রকম স্বীকৃতি কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেয়, আরও এগিয়ে যাওয়ার প্রেরণা তৈরি করে।

প্রসঙ্গত, গত ১২ জুলাই ফরিদপুর জেলার নয়টি থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহেরকে নির্বাচিত করেন জেলা পুলিশ। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনায়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি, অপরাধ নিবাড়ণে প্রিভেনটিভ পুলিশিং কার্যক্রম ইত্যাদি বিবেচনায় তাকে জেলার এ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App