টঙ্গীতে দেয়াল ধসে নিহত ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা ধনু মিয়ার ছেলে সুবজ (৫০) ও আকন্দ মিয়ার ছেলে সুলতান (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ দিন ধরে মার্কেট এলাকায় ড্রেন নির্মাণের কাজ করছিলেন তারা। প্রতিদিনের মতো শনিবারও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এসময় একটি বাড়ির দেয়াল ধসে পড়ে গুরুতর আহত হন শ্রমিকরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।