সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৩:৩৪ পিএম

সখীপুর থানা। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কচুয়া নয়া পাড়া (চাঁদের হাট) এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কচুয়া দক্ষিণ পাড়া এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ(২৫), সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূ স্বামীর সাথে ঘুরতে জান উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চাঁদের হাট কলেজের উত্তর পাশে আলী আজগরের শালগজারি বাগানের ভিতরে স্বামীকে আটকিয়ে রেখে ওই গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. আমির হামজা বাদী হয়ে মামলা করলে ওই রাতেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী মো. আমির হামজা বলেন, আমি মানুষ নামে পশুদের সর্বোচ্চ শাস্তি চাই।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, ধর্ষণের অভিযোগ আসামিদের গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।