চসিকের ড্রেনের পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম

নিহত শিক্ষার্থী নিপা পালিত। ছবি: বাবলু দাশ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
গত কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ড্রেনে পড়ে চট্টগ্রামের হাটহাজারীতে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলা চসিক ১ নম্বর ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম নিপা পালিত (১৮)। তিনি একই এলাকার উত্তম পালিতের মেয়ে। হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন নিপা।
নিপা পালিতের বড় ভাই বাদল পালিত ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী নিপা পালিত সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসার অদূরে একটি ড্রেনে পড়ে যায়।
তিনি আরও জানান, সে মৃগী রোগী ছিল। ড্রেনে পড়ে আর উঠতে পারেনি। সেখানেই মৃত্যুবরণ করে।