জাতীয় নির্বাচনের ফোকাস হবে স্যোশাল মিডিয়ায়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১২:৫২ পিএম


দৈনিক ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফোকাস হবে স্যোশাল মিডিয়ায়।
কারণ মানুষ এখন আর ব্যানার, ফেস্টুন ও পোস্টার এগুলো ফলো করতে চায় না। সময়, কাল-পাত্র অনুযায়ী সব মানুষ এখন স্যোশাল মিডিয়ায় আসক্ত।
তিনি বলেন, পত্রিকাও মানুষ এখন আর পড়তে চায় না। কারণ ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে মানুষ সব সংবাদ অনলাইন এবং স্যোশাল মিডিয়ায় পেয়ে যাচ্ছে। তাই বর্তমান সময় হচ্ছে ডিজিটাল মাল্টিমিডিয়ার। আর এ কারণেই আমাদেরকে সে দিকেই বেশি করে নজর দিতে হবে।
শনিবার (১২ আগস্ট) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগের ৪ জেলা ও ৪২ উপজেলার প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন- দৈনিক ভোরের কাগজের বিজ্ঞাপন ব্যবস্থাপক এসএমএ রাজ্জাক, প্রধান অর্থ ব্যবস্থাপক আবদুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দি মজুমদার, আইটি ইনচার্জ মেহেদী হাসান নিয়াজ, সার্কুলেশন ম্যানেজার মো. তসলিম চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- কাগজ প্রতিবেদক মৌলভীবাজার সালেহ এলাহী কুটি, বক্তব্য রাখেন-সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ, সিলেট অফিসের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সজ্জাদ হোসেন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম চৌধুরী।
