×

সারাদেশ

মেঘনায় নদীপথে চাঁদাবাজদের অভয়ারণ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৩:১৬ পিএম

মেঘনায় নদীপথে চাঁদাবাজদের অভয়ারণ্য

ছবি: ভোরের কাগজ

মেঘনায় নদীপথে চাঁদাবাজদের অভয়ারণ্য

ছবি: ভোরের কাগজ

   

চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকের উদ্যোগ

কুমিল্লা মেঘনা উপজেলার পাড়ারবন্দ, কাঠালিয়া, শেখেরগাঁও, চালিভাঙ্গাসহ আরও কয়েকটি এলাকায় নৌপথে দীর্ঘদিন ধরে অবৈধ চাঁদাবাজরা তাদের রামরাজত্ব কায়েম করে আসছে। এসব নদী দিয়ে চলাচলরত বাল্কহেড ও মালবাহী ইঞ্জিনচালিত নৌকা থেকে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করার এ বিষয়টি একটি চলমান রীতিতে পরিণত হয়েছে। এ নদীর বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজরা চাঁদা আদায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুর্দান্ত দাপটে।

ইঞ্জিনচালিত ছোট-ছোট নৌকা বা বোট দিয়ে নদীতে চলমান এসব নৌযান থেকে চাঁদা আদায় করছে চাঁদাবাজদের নিয়োজিত লোকজন। এসব চাঁদা আদায়কারীরা দৈনিক মজুরির ভিত্তিতে নৌপথে চাঁদা আদায় কার্যক্রম চালিয়ে আসছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়া হলে নৌযান শ্রমিকদের মারপিটসহ মালামাল লুট করে নেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। যে কারণে নিজেদের নিরাপত্তার কথা ভেবেই নৌযান শ্রমিকরা নিয়মিত চাঁদা দিয়ে নৌপথে মালামাল পরিবহন করে আসছে।

এছাড়া জাতীয় পত্রিকাসহ টেলিভিশনে মেঘনার নৌপথে বেপরোয়া চাঁদাবাজির কথা ফলাও করে প্রকাশ করা হয়েছে। কিন্তু কোনোভাবেই নদীপথে চাঁদাবাজদের রুখে দেয়া সম্ভব হচ্ছে না। এমনকি চাঁদাবাজদেরও চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

[caption id="attachment_456107" align="aligncenter" width="1309"] ছবি: ভোরের কাগজ[/caption]

এ ব্যাপারে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মেঘনার নৌপথের চাঁদাবাজি বন্ধের বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে একাধিকবার। কিন্তু কর্তৃপক্ষ এর আইনি পদক্ষেপ নেয়নি। তবে আশাকরি এবার বন্ধ হয়ে যাবে। গত রবিবার (১৩ আগষ্ট, ২০২৩) জেলা আইনশৃঙ্খলা কমিটি মিটিং সভায়, নদীপথের বিভিন্ন মহলের চাঁদাবাজি বন্ধ করতে আমি উত্থাপন করেছি। এবার নৌপথে চাঁদাবাজি বন্ধে আমাকে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছে। আশা রাখি আপনারা মিডিয়ার লোকজনও আমার পাশে থাকবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান ভোরের কাগজকে বলেন, এটা নিয়ে রেজুলেশন তৈরি করা হচ্ছে। খুব শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App