পাথরঘাটায় ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৯:২০ পিএম

ছবি: ভোরের কাগজ
বরগুনার পাথরঘাটার রুহিতা এলাকা থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে রুহিতা বটতলা মাছ বাজারের একটি মাছের আড়ত থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয় জাকির মুন্সি।
জাকির মুন্সি জানান, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের আড়তে যান স্থানীয় আড়তদার হেলাল আড়তের গেট খোলার পরেই মাছ সংরক্ষণের জন্য রাখা কর্কশিটের বক্সের মধ্যে সাপটি দেখে ভয়ে চিৎকার দেন। পরে হেলাল আমাকে খবর দিলে দ্রুত ওই আড়তে গিয়ে অজগরটি দেখতে পেয়ে তা উদ্ধার করে বনবিভাগকে খবর দেই।
পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, অজগরটি উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বিকেল ৪টার দিকে টেংরার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।