স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন শেখ হাসিনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১০:০০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। ছবি: আবু মুছা, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, এটি পুরো জাতির আবেগ ও ভালোবাসার নাম। বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, কোনো রকম বৈষম্যহীন, শোষণহীন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক মানুষের উন্নত সমৃদ্ধ এক আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৫দিন ব্যাপী আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বাবু কালিপদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, মো. লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ন কবির, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সামছুল হক, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সদস্য মো. নুরুল ইসলাম চেয়ারম্যান, মো. হুমায়ুন কবির, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন প্রমুখ।
আবুল কালাম আজাদ আরও বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সত্তার দুটি অংশ। পৃথিবীর ইতিহাসে মুক্তি ও স্বাধীনতার জন্য নিজ জাতিকে সামনে রেখে নেতৃত্ব দেয়া যে কয়েকজন অগ্রপথিকদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়, বঙ্গবন্ধু তাদের অন্যতম। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়।
