অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম

প্রত্যাহার হওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। ছবি: ফাইল ছবি
অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালকে আবারো নির্বাচনে জয়ী করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানোর ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের এক দাপ্তরিক আদেশে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে আজ শুক্রবার (১৮ আগস্ট) বিষয়টি এলাকায় জানাজানি হয়।
নাঙ্গলকোট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেয়া হয়েছে দেবাশীষ চৌধুরীকে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ২০২১ সালের ১৬ নভেম্বর নাঙ্গলকোট থানার ওসি পদে যোগদান করেন মো. ফারুক হোসেন। ১৫ আগস্ট দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা হয়।
সভায় ওসি মো. ফারুক হোসেন বলেন, নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে ওনাকে (অর্থমন্ত্রী) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন, আমি যদি পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। তিনি যখন আসলেন, আপনার মন জয় করলেন, আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন এবং আপনাদের জন্যই করেছেন।
ওসি ফারুক হোসেনের এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। সরকারি কর্মকর্তা হয়ে ওসি এমন বক্তব্য দিতে পারেন কি না, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন পরিস্থিতির মধ্যে কুমিল্লা জেলা পুলিশ ওসি ফারুক হোসেনকে নাঙ্গলকোট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে।