শ্বশুর বাড়ি বেড়াতে এসে মরণফাঁদে জামাইয়ের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৯:৪১ পিএম

শ্বশুর বাড়ি বেড়াতে এসে মরণফাঁদে জামাইয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে শ্বশুর বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
এর আগে বেলা ৩টার দিকে মরণ ফাঁদ খ্যাত হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ঢাকার মিরপুর ১১ নাম্বারের নুর হোসেনের ছেলে।
নিহতের ভাই সালাউদ্দিন জানান, মাসুদ সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে রবিবার দুপুরে প্রয়োজনীয় কাজে সিংগাইর সদর হাটে যায়। হাট থেকে শ্বশুর বাড়ি ফেরার সময় সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার রাস্তা পার হওয়ার সময় পশ্চিম দিকে আসা দ্রুত গতির একটি লেগুনা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পরে গিয়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।