×

সারাদেশ

অসামাজিক কার্যকলাপ, ৬ নারীসহ আটক ২১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১০:৫৫ এএম

অসামাজিক কার্যকলাপ, ৬ নারীসহ আটক ২১
   
ফেনীতে আবাসিক এলাকার একটি বাসা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ নারীসহ ২১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কলেজ ও মাদ্রাসা পড়ুয়া একাধিক শিক্ষার্থী, চাকরিজীবী, সিএনজিচালিত অটোরিকশাচালক, দিনমজুর রয়েছেন। সোমবার (২১ আগস্ট) রাতে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের রায়হান টাওয়ারের নিচতলা (এসি মার্কেটের পাশের বিল্ডিং) থেকে তাদের আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। আটককৃতরা হলো- আবাসিক বাসায় নারী ব্যবসা পরিচালনাকারী ফেনী শহরের এসি মার্কেট সংলগ্ন লিটন মিয়ার ভাড়াটিয়া ও মাদারীপুর জেলার আলম মাতবরের ছেলে আলী মাতবর (৩৫), ফেনী সদর উপজেলার ছনুয়ার বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩), কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২), লেমুয়ার মো. সেলিমের ছেলে মিনহাজুল ইসলাম (২১), বাবুল উদ্দিনের ছেলে ইয়ছিন হোসেন হৃদয় (১৯), সোনাগাজী উপজেলার নবাবপুরের করিম উল্লাহ ছেলে গিয়াস উদ্দিন (২৬), সোনাগাজীর আবু আহম্মদের ছেলে মো. হানিফ (৩৭), ছাগলনাইয়া উপজেলার রাধানগরের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন (২১), মধুগ্রামের আব্দুল হাকিমের ছেলে মনসুর আলম (২২), দাগনভূঞা উপজেলার চন্দ্রপুরের লোকমান মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২২), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার শাহ আলমের ছেলে আবুল কালাম (২৫), অজি উল্ল্যাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার রুহুল আমিনের ছেলে মোহাম্মদ সুমন (৪০), বাগেরহাট জেলার চিতলমারী থানার মুজিবর শেখ'র ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০), কিশোরগঞ্জ জেলার মিঠামাইন থানার আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০), রাজধানী ঢাকার দক্ষিণ সায়েদাবাদ সূত্রাপুরের নাসির উদ্দিনের মেয়ে সোনালী (২৮), চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মুগরা গ্রামের নুরুল আনোয়ারের মেয়ে জান্নাতুল রায়হান নদী (২১), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পিয়ালের মেয়ে আছমা আক্তার (১৯), চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার মজিবুলের মেয়ে শারমিন আক্তার (২০), বান্দরবান জেলার হলুদিয়া এলাকার খবির আহম্মদের মেয়ে সুরাইয়া আক্তার (২৮), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার মো. আলাউদ্দিনের মেয়ে শিলা বেগম (২০)। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের রায়হান টাওয়ারের নিচতলার বাসায় অসামাজিক কার্যকলাপ চলছিল। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে নারী ও পুরুষসহ ২১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App