বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করার আহ্বান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

রামগড়ে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি: রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করার আহ্বান জানিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিএনপি-জামাত ডিজিটাল বাংলাদেশের কথা অস্বীকার করে কিন্তু ডিজিটালের সুযোগ আগে তারাই নিচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলেধরে আগামীতেও নৌকা মার্কায় পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রামগড় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মোঃ মাইন উদ্দিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মো. রফিকুল আলম কামালসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতৃবৃন্দ ও রামগড় পৌরসভা ও দুটি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।