ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় অনেকগুলো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা আছে। কিন্তু শিশুটি যে জায়গা থেকে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, সেটি সিসিটিভির আওতার বাইরে।
নালায় পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৬:৩২ পিএম

ছবি: সংগৃহীত

নিখোঁজ শিশু ইয়াছিন আরাফাত। ফাইল ছবি
চট্টগ্রামের হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। ওই শিশুর নাম- ইয়াছিন আরাফাত। তার বাবা একই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ও মা নাসরিন আক্তার।
খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রবিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাচঁটায় পর থেকে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ। চট্টগ্রামের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা বিকেল সাড়ে পাঁচটার দিকে নালায় পড়ে এক শিশু নিখোঁজের খবর পাই। সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। (সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত) উদ্ধারের চেষ্টা চলছে।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘(রবিবার) বিকেল সাড়ে চারটার দিকে ইয়াছিন নামের দেড় বছরের শিশু বাসা থেকে বের হয়ে পাশে নালায় পড়ে যায়। তাকে বাসায় দেখতে না পেয়ে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দলের একটি ইউনিট গিয়ে ড্রেনের মধ্যে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে সাড়ে ছয়টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি।’