পাটকেলঘাটায় গৃহবধূ ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:৩২ পিএম

পাটকেলঘাটা থানা। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধূ ধর্ষণের চেষ্টা মামলার আসামি আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন।
এর আগে শনিবার রাত তিনটার দিকে তাকে পাটকেলঘটা বাজারে পাশের একটি বাড়ি থেকে আটক করা হয় বলে স্থানীয় একটি সূত্রের দাবি। গ্রেপ্তার আরিফুল ইসলাম সরুলিয়া ইউনিয়নের পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।
এর আগে গত শনিবার ভোর রাতে পাটকেলঘাটা বাজারের এক সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় সে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোররাতে পাটকেলঘাটা বাজারের পাশের একটি বাড়িতে এক গৃহবধূ ধর্ষণচেষ্টার শিকার হন। পরে গৃহবধূর শাশুড়ি তাকে উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। ওইদিন রাতে নির্যাতিতা ওই গৃহবধু বাদী হয়ে পাটকেলঘাটা থানা ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন। মামলা নং-১১ (তারিখ ২৬-০৮-২০২৩ ইং)। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, ধর্ষণচেষ্টার মামলার আসামি আরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে । রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।