মধ্যনগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ো বাতাসের কবলে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের নাম নুরুল ইসলাম ওরফে করু মিয়া (৪৭)।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের হাওরে ছড়ার বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের করু মিয়া, আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া। মূহুর্তেই ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।পরে তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও করু মিয়াকে উদ্ধার করতে পারেনি । পরদিন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, ওই ঘটনার সংবাদ পাওয়ার পর মধ্যনগর থানায় একটি জিডি করা হয়েছে এবং ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।