ধলাইরচর মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য হলেন ইব্রাহিম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ পিএম

মো. ইব্রাহিম হোসেন।।ফাইল ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী (কো-অপ্ট) সদস্য নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক মো. ইব্রাহিম হোসেন। তিনি আলফাডাঙ্গা পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে ইব্রাহিম হোসেনকে বিদ্যোৎসাহী নির্বাচিত করা হয়।
ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু'র সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ মো. মোছলেম উদ্দীনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কো-অপ্ট সদস্য মো. ইব্রাহিম হোসেন বলেন, এ রকম একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য হতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমাকে যে সম্মান জানানো হয়েছে; আমি তার প্রতিদান দেয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
এসময় তিনি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন তথা প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।