রাজধানীর গুলশানে ‘কিডোস ফান' উদ্বোধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

রাজধানীর গুলশানে বাচ্চাদের ইনডোর প্লে-গ্রাউন্ড ‘কিডোস ফান' চালু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ উৎসব মূখর পরিবেশে এর উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক আ ন ম জহিরুল আবেদীন সহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সময় অনেক পিতামাতা তাদের বাচ্চাদের নিয়ে উপস্থিত ছিলেন।
কিডোস ফানে রয়েছে বাচ্চাদের জন্যে খেলার ও খেলার মাধ্যমে শেখার অনন্য এক পরিবেশ এবং ফুডকোর্ট। খেলাধুলার সামগ্রীর মধ্যে আছে বল হাউজ, বাস্কেট বল, বোলিং, টেম্পলিং, দোলনা, হর্স রাইডিং, ফুটবল, সিসো, হান্ডি গেমসহ আরো অনেক কিছু।
‘কিডোস ফান' এর ঠিকানা- বসতি এরিস্টোক্রেট, লেভেল-৩, ব্লক-SW(H), ৬ গুলশান এভিনিউ, গুলশান-১।