ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি হারুন, মোহন সম্পাদক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম

ইসলামপুর উপজেলা শাখার যুবলীগের নবনির্বাচিত সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া। ছবি: সংগৃহীত


জামালপুরের ইসলামপুরে ৭ বছর পর যুবলীগের উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেখ মোহাম্মদ হারুনুর রশিদকে সভাপতি এবং মো. মোহন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সবুজ আহম্মেদ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ যুবলীগের ইসলামপুর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের দুই মাসের মাথায় আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি।
