জাল ব্যান্ডরোলে বিড়ি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম

জাল ব্যান্ডরোলে বিড়ি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। ছবি: সংগৃহীত
দিনাজপুরের খানসামা ও পাকেরহাট বাজারে অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোল লাগানো ও সরকারের নির্ধারিত মূল্যে বিড়ি বিক্রির না করার অভিযোগে জরিমানাসহ কয়েকজন ব্যবসায়ীকে কমদামি বিড়ি অপসারণের নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ সেপ্টেম্বর) ১১টায় উপজেলার খানসামা বাজারে রাশিদুল স্টোরকে ৪৫ ধারা অনুযায়ী চার টাকা হাজার জরিমানা করা হয়। অভিযানকালে গফুর বিড়ির বিরুদ্ধে কম মূল্যের অভিযোগ পাওয়া গেছে।
অভিযান পরিচালনা করেছেন খানসামা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান হোসেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান হোসেন বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে ব্যবসায়ীদের সচেতনতা অবলম্বন করা উচিত বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। ইতোপূর্বে জেলার বিভিন্ন উপজেলায় হাটবাজারে অভিযান পরিচালনা হলেও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের জোড়ালো ভূমিকা এবং ব্যবসায়ীদের সচেতনতা সৃষ্টি না করার কারণে জাল ব্যান্ডরোল সংযুক্ত বিড়ি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। তারা দাবি করেন- এতে করে বছরের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে বিড়ি কোম্পানিগুলো।