আলীকদমে সেনা জোনে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

উজ্জীবিত একত্রিশ এর ১৬ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আলীকদম সেনা জোনে। সোমবার (১১ সেপ্টেম্বর) আলীকদম সেনানিবাসের মাতামুহুরী কনভেনশন হলে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি সহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব, লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম ও আলীকদম উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম সহ লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে উজ্জীবিত একত্রিশ আভিযানিক ও প্রশাসনিক ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। লামা-আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যাতে উজ্জীবিত একত্রিশ জনসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।