মধ্যনগরে ৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

মধ্যনগরে ৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই। ছবি: মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোদাম ঘর ও গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বংশীকুন্ডা বাজারের শুটকি ব্যবসায়ী জালাল মিয়া (৫০), কাঁচামাল ব্যবসায়ী সুরঞ্জন সরকার (৪৫) ও জাহারুলের (৩৭) গুদাম ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বংশীকুন্ডা বাজার বনিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বংশীকুন্ডা বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই গোদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের ব্যবসায়ী-জনগণের আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-অতিরিক্ত দায়িত্ব) শীতেষ চন্দ্র সরকার বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।