×

সারাদেশ

লক্ষ্মীপুরে জোড়া খুন, গুরুতর আহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ এএম

   
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে জোড়াখুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার চরবাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাশেদা (২৮) ওই এলাকার বাদশাহ আলমের মেয়ে। এ ঘটনায় বাদশাহ আলমও খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাশেদা বেগমের সাথে ৪ বছর আগে ঢাকা জেলার নরসিংদীর এলাকার (বিস্তারিত ঠিকানা জানা যায়নি)  মো.সুমন হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী চট্টগ্রামের একটি গার্মেন্টসে কাজ করতেন। এরইমধ্যে সুমন নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য স্ত্রী রাশেদাকে প্রায়ই মারধর করতো সে। পরে সাত মাস আগে স্ত্রী রাশেদা নেশাগ্রস্ত স্বামী সুমনকে তালাক দিয়ে গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। তাদের ঘরে জোবায়ের নামের ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এরইমধ্যে দুই মাস আগে পরিবার রাসেদাকে দ্বিতীয় বিয়ে দেন। বিয়ের খবর পেয়ে সাবেক স্বামী সুমন হোসেন বুধবার সন্ধ্যায় গোপনে রাশেদার গ্রামের বাড়িতে এসে ধারালো ছুরি দিয়ে রাশেদাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার শ্বশুর বাদশাহ আলম এগিয়ে আসলে তাকেও কোপাতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তারা (বাবা-মেয়ে)  দুজনই মারা যান। এসময় শাশুড়ি আংকুরি বেগম (৬৫) বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারাত্মক ছুরিকাঘাত করা হয়। পরে আহতাবস্থায় আংকুরি বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ঘাতক সুমন পালিয়ে যায়। খবর পেয়ে রামগতি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ও  (রামগতি) সার্কেল অফিসার সাইফুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের রামগতি সার্কেল অফিসার সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পর ঘাতক সুমন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App