আখাউড়ায় পেঁয়াজের বাজারে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী পৌরশহরের সড়কবাজারে এ অভিযান চালান। এ সময় আখাউড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এমন চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে । পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।