সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম

পুরনো ছবি

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে শরণখোলার সিফাত (২২) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
চারদিন নিখোঁজ থাকার পর গ্রামবাসী রবিবার (১ অক্টোবর) সকালে সুন্দরবনে গহীনে তল্লাশী চালিয়ে ওই জেলের শুধুমাত্র মাথা ও পরিধেয় গেঞ্জি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
নিহত জেলে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট এলাকার মৎস্য ব্যবসায়ী ও সমাজ সেবক কামাল হোসেন তালুকদার জানান, গত মঙ্গলবার সিফাত হাওলাদার জাল (ঝাকি জাল) নিয়ে সুন্দরবনের ধানসাগর স্টেশন আওতাধীন খালে একা মাছ ধরতে যান।
পরে আর ফিরে না আসায় স্বজনরা অনেক খোঁজাখুজি করে না তার কোন সন্ধান পাচ্ছিল না।
আজ সকালে সিফাতের সন্ধান পেতে তিনি (কামাল হোসেন তালুকদার) সুন্দরবনের ধানসাগর ফরেষ্ট ষ্টেশন এলকার বনাঞ্চলের বিভিন্ন পয়েন্টে এলাকার সবুর মিয়া, কামাল হোসেন ও জাহাঙ্গীর হোসেন সহ অর্ধশত লোক অনুসন্ধানে পাঠান।
পরে লোকালয় আনুমানিক পাঁচ কিলোমিটার দূরত্বে তুলাতলা এলাকায় একটি মানুষের মাথা ও একটি প্যান্ট পাওয়া যায়। উদ্ধারকারী টিমের জনৈক স্বপন সাজ্জাল জানান, তিনি প্রমে একটি মানুষের মাথা দেখতে পান। পরে মাথা ও প্যান্ট দেখে সিফাতের দুই চাচা ডালিম হাওলাদার ও মনির হাওলার তাকে সনাক্ত করেন।
পরে বেলা ১২টার দিকে সহকারি পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) মোঃ আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি একরাম হোসেন ঘটনাস্থলে যান।
ওসি একরাম হোমেন জানান, সিফাতের মাথার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দাযের করে মাথা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।