মিঠাপুকুর উপজেলা আ.লীগের আহবায়ক কমিটি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পিএম

মিঠাপুকুর উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক
# আহ্বায়ক আফসার, যুগ্ম আহ্বায়ক রাশেক রহমানরংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। ৬৬ সদস্যের এ কমিটিতে আফসার মিয়াকে আহ্বায়ক ও তরুণ আওয়ামী লীগ নেতা রাশেক রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রংপুর জেলা আওয়ামী লীগসূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আওয়ামী লীগ নেতা আফসার মিয়া ও রাশেক রহমানের নেৃতত্বে ৬৬ সদস্যের আহ্বায়ক কমিটি রবিবার রাতে অনুমোদ দেয় রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি। অনুমোদিক কমিটিতে স্বাক্ষর করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও এডভোকেট আনোয়ারুল ইসলাম। কমিটির অন্য ৫ যুগ্ম আহ্বায়ক হলেন আনোয়ার শাদাত লিমন, সাইদুর রহমান তালুকদার, নিরঞ্জন মহন্ত, রেজাউল করিম টুটুল ও আপেল মাহমুদ। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।