রাঙ্গাবালীতে স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৩:৩৩ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতে এক শিক্ষক সহ মোট ১৩ জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আছেন। তারা হলেন ফাতিহা (১১), তহুরা (১১), তামিমা(১২), কারিমা(১১), সাবিহা(১১)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পাঠানো হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে এগারটায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলছিল। ৬ষ্ঠ শ্রেণিতে পাঠদান করছিলেন ইংরেজি শিক্ষক সুজিৎ চন্দ্র দাস। হঠাৎ বজ্রপাতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জানালা দিয়ে ধোয়া প্রবেশ করে। প্রচণ্ড শব্দের কারণে ১৩ শিক্ষার্থী সহ ওই শিক্ষক আহত হন। আতঙ্কিত হয়ে ৫ ছাত্রী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পরেন। পরে জ্ঞান ফিরতে দেরি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পাঠানো হয়। আহত অন্যান্যরা হলেন উম্মেহানী, দিবা, নাদিরা, তনিমা, মুনিয়া, মোহনা ও নাদিয়া। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে।
আহত শিক্ষক সুজিৎ বলেন, 'হঠাৎ প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে যাই। পরে আহতদের তৎক্ষনাৎ উদ্ধারের চেষ্টা করেছি।' বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন,'এ রকম ঘটনা বিদ্যালয়ে এই প্রথম। আমরা আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। উন্নত চিকিৎসার জন্য আহতদের কলাপাড়া স্বাস্থ্যকম্প্লেক্সে পাঠানো হয়েছে।'