পিরোজপুরে পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পিএম

পিরোজপুরে চার কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, শ ম রেজাউল করিম, এম.পি এ ভবন উদ্বোধন করেন।
উদ্বোধন-কালে প্রধাণ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'পিরোজপুর পাসপোর্ট অফিসের নিজস্ব একটি ভবন খুবই প্রয়োজন ছিল। এতে বিদেশগামী মানুষগোলোর ভোগান্তি কম হবে।'
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এর সভাপতিত্বে নব নির্মিত পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৬ টি পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মো. ছারোয়ার হোসেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সফিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপিসহ স্থানীয় জনপ্রতিনিধি সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।