×

সারাদেশ

'স্মার্ট বাংলাদেশ গড়ে আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম

'স্মার্ট বাংলাদেশ গড়ে আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে'
   

পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, 'বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। অর্থনৈতিক মুক্তি দেয়ার আগেই ঘাতকের দল বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে স্থবির করে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ায় আজকে আমরা অর্থনৈতিক মুক্তি পেয়েছি। বিশ্ববাসীর কাছে আমরা আজ মাথা উচুঁ করে দাড়াতে পেড়েছি। প্রধানমন্ত্রী এখন ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্য অর্জিত হলে আমরা উন্নত দেশ হিসেবে বিশ্বে অবস্থান করতে পারবো। আমাদের সকলকে বিশেষ করে শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে হবে। শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বসেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শিখতে পারে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাব থেকে ফ্রিল্যান্সিংসহ অন্যান্য প্রোগ্রাম শিখতে পারলে ঘরে বসেই বিশ্ব পরিসরে অর্থ উপার্জন করা সম্ভব হবে। আর আমাদের পরনির্ভরশীলতা থাকবে না।' এছাড়া শিক্ষার্থীদের রাস্তা-ঘাট, হোটেল-রেস্টুরেন্টে সময় নষ্ট না করে পড়াশোনা করে আত্মনির্ভরশীলতা অর্জনের আহবান জানান আ.স.ম ফিরোজ।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে বাউফলের কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় সূধীজনদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'দেশকে আবার পিছিয়ে নেয়ার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট জ্বালাও পোড়াও আন্দোলন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাতে কোন লাভ হবেনা। বিএনপির উচিৎ সংবিধান মোতাবেক অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া। বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিএনপি বলতে কিছু থাকবে না।'

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোসা. সুরাইয়া খান রেজা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এএসএম কবীরুজ্জামান, প্রভাষক রুহুল আমিন, বাউফল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App