আলীকদমে ৫৫ বোতল বিদেশি মদ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০১:০৩ পিএম

বান্দরবানের আলীকদমে নদীপথে পাচারের সময় অভিযান চালিয়ে নৌকা থেকে ৫৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় কাউকে আটক করা যায় নি।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মংচা পাড়া নদীর ঘাট সংলগ্ন নদীতে ভাসমান নৌকা থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
আলীকদম সেনা জোন সূত্রে জানা যায়, নদীপথে পোয়ামুহুরী থেকে নৌকায় করে বিদেশি মদ আলীকদম সদরে আনা হচ্ছে পাচারের উদ্দেশ্য এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনাজোন ৩১ বীরের একটি টইল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত নৌকার পাটাতনের নিচে লুকায়িত অবস্থায় ৫৫ টি বিদেশী মদ (ঈগল) উদ্ধার করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান বলেন, সেনাবাহিনী পুলিশের কাছে বিদেশী ৫৫ বোতল মদ হস্তান্তর করেছে। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত বিদেশি মদের বোতলগুলো ধ্বংস করা হবে।