×

সারাদেশ

কক্সবাজারে হামুনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৫:১৩ পিএম

কক্সবাজারে হামুনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৩ জনের মৃত্যু

ঝড়ো হাওয়ায় কক্সবাজারের মহেশখালীতে উড়ে যাওয়া ঘর ও গাছ

   
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় অসংখ্য বসতবাড়ি ভেঙে গেছে। তাছাড়া পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন রাত ৯টার জেলার কক্সবাজার শহরের পাহাড়তলীর জিয়া নগর এলাকায় দেয়াল চাপায় আবদুল খালেক (৩৮) নামের এক যুবক মারা যান। স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের বেগ ছিল। ওই সময় আবদুল খালেক বাসায় কাজ করছিলেন। হঠাৎ বাড়ির দেয়াল তার গায়ের ওপর পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এদিকে, ঘূর্ণিঝড় হামুন এর তাণ্ডবে গাছ পড়ে চকরিয়ার বদরখালীতে আসকর আলী নামে একজন নিহত হয়। তিনি জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য। অন্যদিকে, হামুনের কবলে পরে মহেশখালীর বড় কুলাল পাড়ায় আরেকজনের মৃত্যু হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিমি মারমা জানিয়েছেন, মহেশখালীতে পানের বরজের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। সদ্য লাগানো এই পানের বরজের প্রায় সবকটির উপরের ছাউনি ঝড়ো হাওয়ায় উড়ে গেছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ভেঙে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় কাজ করছে ও প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন পৌর এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি ভেঙে পড়া গাছের ডালপালা গুলি সরিয়ে নেয়া হচ্ছে সমুদ্র সৈকত এলাকায় দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক শাহীন ইমরান জানান, ঝড়ো হাওয়ায় কক্সবাজারে ব‍্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য। আমরা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App