বাউফলে ডায়াগনস্টিক সেন্টারে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পিএম

ছবি: ভোরের কাগজ
বাউফল পৌর শহরের কবরস্থান রোড এলাকায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ-ক্লিনিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনের নিচতলা সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে গেছে।
বুধবার (২৫ অক্টোবর) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ডায়াগনস্টিকের চেয়ারম্যান মো. জলিলুর রহমান জানান, তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলা ও দোতলায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিচালিত হতো। তিনতলায় ভবনের মালিক বসবাস করেন।
তিনি বলেন, বুধবার সকাল ৫ টার দিকে নিচতলার হেলথ কেয়ার ফার্মা থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে ভবনের নিচতলার অন্যান্য জায়গায় ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডে ডায়াগনস্টিক সেন্টারের অভ্যার্থনা কক্ষ, ডাক্তার চেম্বার, এসি, সকল ফানির্চার এবং ডেকরেশনের মালামাল ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।