বিএনপি অপরাজনীতির কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে যাবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১০:১৩ পিএম

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ বিশ্বরোড মোড়ে শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ছবি: ভোরের কাগজ
দেশকে অবরোধের নামে অপরাজনীতি করতে গিয়ে বিএনপি নিজেই অবরুদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। শনিবার (৪ অক্টোবর) বিকালে নয়াবাজার বিশ্বরোড মোড়ে রামপুর ওয়ার্ড আয়োজিত বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।
চসিক প্যানেল মেয়র আবদুর সবুর লিটনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এ সমাবেশে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সদস্য বখতিয়ার উদ্দিন খান, আবুল কাশেম, লায়ন মোহাম্মদ ইলিয়াস, নূর মোস্তাফা টিনু, হুরে আরা বিউটি, দিলদার খান দিলু, আওরঙ্গোজেব শিবলু সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মেয়র বলেন, অবরোধের নামে দেশকে জিম্মি করতে গিয়ে বিএনপিই অবরুদ্ধ হয়ে পড়েছে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হারিয়ে ফেলেছে রাজনীতি করার ক্ষমতা। বিএনপির প্রতি আমার মন্তব্য আপনারা অপরাজনীতি করতে গিয়ে মুসলিম লীগের মতো বিলুপ্ত হয়ে যাবেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিদেশি অপশক্তির উসকানিতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসার দিন শেষ। আমরা মুক্তিযোদ্ধারা, স্বাধীনতার চেতনার সৈনিকেরা যে কোন অপশক্তিকে প্রতিহত করতে লড়াইতে নামতে প্রস্তুত। এবং রাজপথেই সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।