মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন কারবারি আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

ছবি: ভোরের কাগজ
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৯ হাজার ৮’শ পিস ইয়াবা জবদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে মিরসরাই পৌরসদরের ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।
আটককৃতরা হলেন খুলনা জেলার লবনছড়া থানার নিজ খামার এলাকার মো. শাহাবুদ্দিন গাজীর ছেলে মো. সোহাগ গাজী (৩৬), সোহাগের স্ত্রী ফারজানা আক্তার শিমলা (২৩) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাঁশবাড়িয়া এলাকার আজিয়ার শেখের মেয়ে জান্নাতি আক্তার (২১)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের উপর যাত্রীবাহী বিভিন্ন বাস থামিয়ে অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে এনা পরিবহনের তিন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।