মেহেরপুরে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ঘরের ছাদ থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ ও র্যাব ১২ এর সদস্যরা।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পিরোজপুর গ্রামের নঈমুদ্দীনের ছেলে কলা ব্যবসায়ি মিঠন আলীর বসতঘরের ছাদ থেকে এগুলো উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মিঠন আলী জানান, ছাদে কে বা কারা প্লাস্টিকের একটি ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। রাতে ছাদে গেলে এ গুলো চোখে পড়ে। পরে পুলিশ ও র্যাবকে খবর দিলে, নানান পর্যবেক্ষন করে তারা বস্তু দুটি পানি ভর্তি বালতি করে থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানায় ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তু দুটি কি, সেটা দেখার জন্য পরীক্ষা নিরিক্ষা চলছে। এর সাথে কারা জড়িত তা খুজে বের করার চেষ্টা শুরু হয়েছে।